বাগদাদে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
- by Maria Sultana
- October 2, 2024
- 55 views
ছবি: সংগৃহীত
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। নিরাপত্তা কর্মকর্তাদের মতে, হামলায় তিনটি রকেট ছোঁড়া হয়, যার মধ্যে দুটি ঘাঁটির প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত হয়েছে এবং একটি বিমানবন্দরের ভেতরে পড়ে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সামরিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং হামলা সামরিক বাহিনীকে লক্ষ্য করে করা হয়নি।
এদিকে, গাজা ও লেবাননে ইসরাইলের বর্বরতা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রাচ্যের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা মার্কিন স্বার্থে আঘাত হানার প্রতিশ্রুতি দিয়েছে। তারা গাজার ইসরাইলি আগ্রাসন ও লেবাননে হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি লক্ষ্যবস্তুতে নতুন অভিযান শুরু করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪