রাজধানীতে ২০ স্থানে স্বল্পমূল্যে কৃষি পণ্য বিক্রি শুরু
- by Maria Sultana
- October 16, 2024
- 68 views
ছবি: সংগৃহীত
রাজধানীর ২০টি স্থানে কৃষি পণ্যের ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ৬ থেকে ১০ ধরণের কৃষিপণ্য স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে, যা বাজারের তুলনায় অনেক কম দাম। এ কারণে ক্রেতাদের মধ্যে আগ্রহ দেখা গেছে।
খাদ্য ভবনের সামনে গিয়ে দেখা গেছে, অনেক মানুষ পণ্য কিনতে ভিড় জমিয়েছে। এখানে আলু ও পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, এক ডজন ডিম ১৩০ টাকা, পেঁপে ২০ টাকা কেজি এবং পেঁয়াজ ৬০ টাকা কেজিতে।
পণ্যের প্যাকেজ মূল্য ৪০০ থেকে ৬০০ টাকা। বাজারে সবজির মূল্য অস্বাভাবিক হওয়ায় সকাল থেকেই ক্রেতাদের চাপ বাড়ছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই বিক্রি কার্যক্রম চলবে এবং আরও কিছু স্থানে বিক্রির পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
কৃষি বিপণন অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য কিনে রাজধানীর নির্দিষ্ট স্থানে সুলভ মূল্যে বিক্রি করা হবে। গ্রাহকরা ৩০ টাকায় ১ কেজি আলু (প্রতি ব্যক্তি সর্বোচ্চ ৫ কেজি), ১৩০ টাকায় ১ ডজন ডিম, ২০ টাকায় ১ কেজি পেঁপে ও ৭০ টাকায় ১ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এ কার্যক্রমের আওতায় পণ্য বিতরণ করা হচ্ছে ট্রাক সেলের মাধ্যমে, যার স্থানগুলো হলো সচিবালয় এলাকার খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বছিলা, রায়ের বাজার, রাজারবাগ, মুগদা, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তর ও দক্ষিণ খান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪