হবিগঞ্জের সবচেয়ে বড় মাছের আড়তে সরগরম শায়েস্তাগঞ্জ বাজার

সরগরম হবিগঞ্জের মাছের বাজার। নদী ও হাওর থেকে মাছ শিকার করে ভোরে হবিগঞ্জের শায়েস্তানগর মাছ বাজারে আসেন জেলেরা। পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে ঠাসা বাজারে পাওয়া যায় মিঠাপানির সব ধরনের মাছ। তবে জায়গা সংকটের কারণে বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করে বাজার কমিটি।

হবিগঞ্জে দেশি মাছ বেচাকেনার সবচেয়ে বড় বাজার শায়েস্তানগর। রুই, কাতলা, মৃগেল, বাইম, শোলসহ নানা ধরনের মাছ নিয়ে বাজারে আসেন জেলেরা। দামও বেশ নাগালেই। আর এখান থেকে মাছ কিনে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রি করেন পাইকাররা।

তারা জানিয়েছেন, দাম যদিও বেশি তবে এখানে চাহিদামতো সব ধরনের টাটকা মাছ পাবেন। অন্যান্য বাজার থেকে এখানে সুবিধা।

ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত চলে বেচাকেনা। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ বিক্রি হয় বলে জানান মাছ ব্যবসায়ীরা।

তবে বাজারের অবকাঠামো উন্নত হলে আরও বেশি পাইকার আসবেন বলে মনে করে বাজার কমিটি। এ বিষয়ে শায়েস্তানগর মাছ বাজার কমিটির সদস্য আলতাব মিয়া, বাজারে জায়গা বেশ কম। খুব কষ্ট করে আমরা এখানে আছি। সরকারের কাছে আমাদের আবেদন যেন বাজারটা দোতলা করে দেওয়া হয়।

হবিগঞ্জ জেলায় ছোট-বড় হাওর রয়েছে ১৫৬টি। এসব জলাশয় থেকে বছরে গড়ে উৎপাদন হয় ১২০ কোটি টাকার মাছ। সূত্রঃ সময় টিভি। সম্পাদনা ম/হ। রু ২৮১১/২১


Related Articles