ভাঙছে সোহেলের ২৪ বছরের সংসার
- by Rupa Akter
- May 14, 2022
- 55 views

দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন বলিউড অভিনেতা সোহেল খান ও ডিজাইনার সীমা খান।
শুক্রবার (১৩ মে) মুম্বাইয়ের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এই দম্পতি।
ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এদিন মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হন সোহেল খান ও সীমা খান। মূলত বিবাহ বিচ্ছেদের আবেদন করতেই তারা আদালতে হাজির হয়েছিলেন। পরবর্তীতে কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।
যদিও বিচ্ছেদ প্রসঙ্গে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেননি সোহেল-সীমা। তবে বেশ কিছুদিন ধরেই আলাদা থাকছেন তারা। এছাড়াও আদালত থেকে বের হওয়ার সময়ও তাদের আলাদা ভাবেই বেরিয়ে যেতে দেখা গেছে।
১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। সূত্রঃ আরটিভি। সম্পাদনা ম\হ। বৈ ০৫১৪\১৪