সোহেল তাজ: শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি আস্থা ভঙ্গ, বিশ্বাসঘাতকতার অভিযোগ
- by Maria Sultana
- September 24, 2024
- 82 views
ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি তাঁর আস্থা ভঙ্গ করেছেন এবং বাংলাদেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন। সোমবার সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় তিনি এসব মন্তব্য করেন।
সোহেল তাজ জানান, তিনি দায়িত্ব গ্রহণের সময় আশাবাদী ছিলেন যে, দেশে একটি গুণগত পরিবর্তন আসবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পাঁচ মাস পর তিনি অনুভব করেন, তিনি সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।
তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখেছিলাম, কিন্তু তিনি আমাকে এবং আওয়ামী লীগকে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা যে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই লক্ষ্যে যাওয়া তো দূরের কথা, বরং পুরনো রাজনৈতিক সংস্কৃতি বজায় রেখেই চলেছি।"
এক ঘণ্টার এই আলাপচারিতায় তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেমন জেলহতার পরিস্থিতি, বিডিআর বিদ্রোহ, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার।
এছাড়া, সোহেল তাজ বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজন নেই; যদি হত্যা, গুম, খুন ও দুর্নীতির সঠিক বিচার করা হয়, তবে আওয়ামী লীগের অস্তিত্ব স্বাভাবিকভাবেই ধ্বংস হয়ে যাবে।" সূত্র: যুগান্তর /স/হ/ন ২৪/০৯/২০২৪