দুর্গাপূজায় বিশেষ নিরাপত্তা ও ৪ কোটি টাকার অনুদান: স্বরাষ্ট্র উপদেষ্টা
- by Maria Sultana
- October 10, 2024
- 156 views

ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী শারদীয় দুর্গাপূজার সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বাস দিয়েছেন। ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শনকালে তিনি জানান, পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। দশমীর দিন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং এর পরেও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি উল্লেখ করেন, সরকার পূজার জন্য এবার ৪ কোটি টাকা অনুদান দিয়েছে, যা আগের তুলনায় বেশি। সব নাগরিকের সারাবছরের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, "ছোটখাটো ঘটনা মাঝে মাঝে ঘটলেও, এবার কোথাও তেমন কোনো অঘটন ঘটেনি।"
নিরাপত্তার জন্য পুলিশ, বিজিবি, আনসার, র্যাব, সেনাবাহিনী, নৌবাহিনী, ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যা মাঠ প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কঠোরভাবে পালন করছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১০/১০/২০২৪