সিনহা হত্যা মামলায় ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ
- by Rupa Akter
- October 25, 2021
- 1273 views

সিনহা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ষষ্ঠ দফার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ (২৫ অক্টোবর) সোমবার।
সোমবার সকাল সাড়ে ১০টায় এ মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়। এর আগে একই দিন সকাল ১০টায় ওসি প্রদীপসহ এ মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পুলিশের এসআই আমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আজ এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার (২৫ অক্টোবর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিনহার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পুলিশের এসআই আমিনুল ইসলামের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। আজ (২৫ অক্টোবর) এসআই আমিনুল ইসলাম ছাড়াও আরও সাতজন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সূত্রঃ আর টিভি। সম্পাদনা ম/হ। রু ২৫১০/১৪