জার্মানিতে ‘অপরচুনিটি কার্ড’: দক্ষ কর্মীদের নতুন সুযোগ
- by Maria Sultana
- October 16, 2024
- 77 views
ছবি: সংগৃহীত
জার্মান সরকার চলতি বছরের ১ জুন থেকে ‘চান্সেনকার্টে’ বা ‘অপরচুনিটি কার্ড’ নামে একটি প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে দক্ষ কর্মী সংকট মোকাবিলা করা যাবে। এই প্রকল্পের ফলে ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য জার্মানিতে বৈধভাবে কাজ করা সহজ হবে।
জার্মানি দীর্ঘকাল ধরে শ্রম সংকটে ভুগছে, যা দেশের উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। তাই, অভিবাসন নীতিতে পরিবর্তন আনতে এই ‘অপরচুনিটি কার্ড’ চালু করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, “জার্মানির অর্থনীতিতে দক্ষ কর্মীর প্রয়োজন।”
‘অপরচুনিটি কার্ড’ধারীরা চুক্তি ছাড়া এক বছরের জন্য জার্মানিতে থেকে চাকরি খুঁজতে পারবেন। এই সময়, তারা নিজেদের যোগ্যতার ভিত্তিতে খণ্ডকালীন কাজ করতে পারবেন এবং দুই সপ্তাহের জন্য পরীক্ষামূলকভাবে কাজের সুযোগ পাবেন।
এই কার্ডটি একটি পয়েন্টভিত্তিক সিস্টেমে কাজ করে, যেখানে আবেদনকারীদের অন্তত ছয় পয়েন্ট প্রয়োজন। যোগ্যতার ভিত্তিতে শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা, ভাষার দক্ষতা, বয়স এবং পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী পয়েন্ট দেওয়া হবে।
যারা জার্মানিতে স্বীকৃত কোনও ডিগ্রি অর্জন করেছেন অথবা দুই বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তারা বিশেষ সুবিধা পাবেন। আবেদনের জন্য জার্মান ভাষায় বি-টু স্তরের দক্ষতা থাকা জরুরি, এবং অর্থনৈতিক সমর্থন থাকার প্রমাণও দিতে হবে।
এছাড়া, যদি আবেদনকারী ৩৫ বছরের কম বয়সী হন, তাহলে তাদের জন্য অতিরিক্ত পয়েন্ট রয়েছে। এই উদ্যোগ বিদেশি দক্ষ কর্মীদের জন্য জার্মান শ্রমবাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি করবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪