হাতীবান্ধায় ৮ বছরের নাহিয়ান নুর আরাবির মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজ হওয়ার একদিন পর ৮ বছর বয়সী নাহিয়ান নুর আরাবির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রাণণাথ পাটিকাপাড়া এলাকার নুর আলমের মেয়ে। রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে শিশুর লাশ পাওয়া যায়।

জানা গেছে, শনিবার দুপুরে নাহিয়ান বাড়ির পাশে ডোবায় বড়শি নিয়ে মাছ ধরতে যায়, কিন্তু সে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি। এরপর রোববার সকালে স্থানীয়রা সেই ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১০/২০২৪

Related Articles