আজকে জানা যাবে ‘নতুন যুগের’ প্রথম ব্যালন ডি’অর বিজয়ীর নাম
- by Suma Akhter
- October 28, 2024
- 62 views
ছবি: সংগৃহীত
অপেক্ষার প্রহর ফুরাচ্ছে। আজ রাতে জানা যাবে ‘নতুন যুগের’ প্রথম ব্যালন ড’অর বিজয়ীর নাম। নতুন যুগ? নয়তো কী! দুই দশকেরও বেশি সময় পর ব্যালন ড’অরের সংক্ষিপ্ত তালিকায় দুই মহাতারকা লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই।
তাদের জায়গায় লড়াইটা এবার তরুণ ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, লাউতারো মার্টিনেজদের মধ্যে। এদের মধ্যেও পুরস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র। অনেক সাবেক ফুটবলারই মনে করছেন, এবার এই ব্রাজিলিয়ানের হাতেই উঠবে ফুটবল দুনিয়ার সবচেয়ে সম্মানজনক একক পুরস্কার।
আর সেটা যদি হয়, তাহলে ব্রাজিলের দীর্ঘ ব্যালন ড’অর খরা ঘুচবে। কারণ ২০০৭ সালের পর যে কোনো ব্রাজিলিয়ান এই পুরস্কার উঁচিয়ে ধরতে পারেননি।
তবে ভিনিসিয়ুসের স্বপ্নযাত্রায় বাধা হতে পারেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে গত বছর ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন। ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও ছিলেন উজ্জ্বল। স্পেনের সবশেষ ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেও জাতীয় দলের হয়ে কিছু জিততে পারেননি ভিনিসিয়ুস। জাতীয় দলের হয়ে পারফরম্যান্স শেষ পর্যন্ত নির্ণায়ক হয়ে উঠলে স্বপ্নভঙ্গ হতে পারে ব্রাজিলিয়ান তারকার।
ভিনিসিয়ুস-রদ্রির সঙ্গে জুড বেলিংহ্যাম-লাউতারো মার্টিনেজরাও ভালোভাবেই ব্যালন ড’অরের দৌড়ে রয়েছেন। তবে শেষ পর্যন্ত কার ভাগ্য চমকাবে, তা জানতে অপেক্ষা করতে হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত। তখনই যে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
অবশ্য শুধু পুরুষদের ব্যালন ডি’অর-ই নয়, ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে এদিন সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড। সূত্র: যুগান্তর/ স/হ/ন 28/10/2024