লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে পড়েছে।
- by sonia Islam
- June 16, 2022
- 34 views

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে পড়েছে। একই সঙ্গে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি এসব তথ্য জানায়।
খবরে বলা হয়, ওই শহরে আটকে পড়াদের অনেকেই আশ্রয় নিয়েছেন আজত কেমিক্যাল প্ল্যান্টের বাঙ্কারে। শহরটি থেকে বের হওয়ার সর্বশেষ সেতুটি রুশ সেনারা ধ্বংস করে ফেলার পর সেখানে এখনও ১২ হাজারের মতো বাসিন্দা রয়ে গেছেন।
এ শহরটি দখলে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। যদিও এখন তাদের হাতেই রয়েছে শহরটির বেশিরভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ। সূএঃ বিবিসি। সম্পাদনা না/রি। স ০৬১৬/০২