ট্রুডোর স্বীকারোক্তি: ভারত বিরোধী অভিযোগে প্রমাণ নেই
- by Maria Sultana
- October 17, 2024
- 93 views
ছবি: সংগৃহীত
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার এক জনসাধারণের তদন্তে বলেছেন, গত বছর খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জার হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টদের যুক্ত হওয়ার অভিযোগের পক্ষে কানাডার কাছে "কঠিন প্রমাণ" নেই। তিনি বলেন, এই অভিযোগগুলি মূলত বুদ্ধিমত্তার ভিত্তিতে গঠিত ছিল। ট্রুডো জানান, তিনি ভারতের প্রতি অভিযোগ তোলার জন্য যথেষ্ট উদ্বেগজনক তথ্য পেয়েছিলেন, তবে তা প্রমাণ নয়।
এতে ভারতীয় কূটনীতিকদের বিরুদ্ধে কানাডার সরকারের অভিযোগও উঠে আসে, যেখানে বলা হয় তারা কানাডায় ভারত সরকারের সমালোচকদের তথ্য সংগ্রহ করছে। ট্রুডো আরও উল্লেখ করেন যে ২০২৩ সালের সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনের সময় তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন এবং এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
ভারতের প্রতিক্রিয়ায়, কানাডা ছয়টি ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ভারতের সরকার দাবি করেছে, কানাডার অভিযোগগুলো ভিত্তিহীন এবং তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।
এই পরিস্থিতিতে কানাডার সাংবাদিক ড্যানিয়েল বোর্ডম্যান বলেন, ট্রুডোর স্বীকারোক্তি ভারতের বর্ণনার জন্য একটি "বড় জয়" এবং কূটনৈতিক উত্তেজনার মাঝে ভারতীয় দৃষ্টিভঙ্গির প্রতি সম্মান প্রদান করেছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/১০/২০২৪