মুক্তির অপেক্ষায় ‘বীরকন্যা প্রীতিলতা’
- by Sanjana Bhuiyan
- November 20, 2022
- 83 views

সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। আগামী ২৫ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করেছেন পরিচালক প্রদীপ ঘোষ।
ব্রিটিশবিরোধী আন্দোলনে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনকাহিনি নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য এ সিনেমাটি।
এতে নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুশরাত ইমরোজ তিশা। শহীদ রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সূর্যকাসেন সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।
বীরকন্যা সিনেমায় মোট ৫টি গান রয়েছে। যার প্রথম গানটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। প্রকাশ হওয়া এ গানের শিরোনাম ‘পরাধীনতার শৃঙ্খল’।
গানটির কথা লিখেছেন পরিচালক প্রদীপ ঘোষ। সুর ও কণ্ঠ দিয়েছেন শিল্পী বাপ্পা মজুমদার, যা দর্শকের মাঝে বেশ আগ্রহ তৈরি করেছে।সূত্রঃ সময়টিভি। সম্পাদনা ম\হ। বৈ ১১২০\০৬