সাভারে শ্রমিকদের বিক্ষোভ: সড়ক অবরোধে সৃষ্টি যানজট
- by Maria Sultana
- October 17, 2024
- 89 views
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন। এই বিক্ষোভের ফলে প্রায় ৩ কিলোমিটার মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী এলাকায় গিল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শাহরিয়ার গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
শ্রমিকদের অভিযোগ, সম্প্রতি তারা বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছিলেন। মালিকপক্ষ সব দাবি মেনে নেওয়ার পর কাজে যোগ দিলেও, কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। তারা জানান, প্রথমে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে আবার তাকে নিয়োগ দেওয়া হয়। তাইজুলের অপসারণ এবং টিফিন বিল বৃদ্ধি করার দাবিতে তারা আবারও বিক্ষোভে নেমেছেন।
এক শ্রমিক জানান, কারখানা কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নিয়েছিল, কিন্তু সেগুলি বাস্তবায়ন হয়নি। ফলে তারা পুনরায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করছেন।
এ ঘটনায় শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও, পরিস্থিতি বিবেচনায় ফোনে বক্তব্য দিতে অস্বীকার করেছেন। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/১০/২০২৪