বিশেষ নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে বঙ্গবন্ধু পরিবার
- by Ibrahim Akon
- August 30, 2024
- 60 views
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা | ছবি: পিআইডি
গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪' খসড়া অনুমোদন করেছে। এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তার সুবিধা পাবেন না।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ববর্তী সরকারের সময় 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন, ২০০৯' অনুযায়ী তাদের জন্য বিশেষ নিরাপত্তা ও সুবিধাদি প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। তবে, এই ব্যবস্থা নিয়ে বৈষম্যের অভিযোগ উঠে আসায়, বর্তমান অন্তর্বর্তী সরকার তা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৈষম্য দূর করার লক্ষ্যে এ অধ্যাদেশ জারি করা প্রয়োজন ছিল, যেহেতু বর্তমান পরিস্থিতিতে সংসদ না থাকার কারণে তা আইন হিসেবে পাস করা সম্ভব নয়।
এছাড়াও, 'বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪'-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং পূর্বের আইন অনুযায়ী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রশাসনিকভাবে কার্যকর না হওয়ার কারণে এই পরিবর্তন আনা হয়েছে।