শিমুলিয়া ঘাট দখল নিয়ে চাঁদাবাজি চলছে
- by Ibrahim Akon
- August 30, 2024
- 38 views
শিমুলিয়া ঘাটের বৈধ ইজারাদার সুলতান মোল্লার টাকা তোলার রসিদ। ইজারাদারের লোকজনকে মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে সেখান থেকে টাকা তুলছেন বিএনপি নেতা–কর্মীরা
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট এবং ট্রলারঘাট বর্তমানে বিএনপির নেতা-কর্মীদের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁরা বৈধ ইজারাদারদের মারধর করে বের করে দিয়ে নিজেরা ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তুলছেন। কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে এই চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যাওয়ার সুযোগে বিএনপির নেতা-কর্মীরা ঘাট দখলে নেয়। ইজারাদার সুলতান মোল্লা জানিয়েছেন, তাঁর কোটি টাকা বিনিয়োগ থাকলেও কাউসারের লোকজন তাঁর আয় থেকে ৩০ ভাগ দাবি করছে এবং চাঁদা না দিলে টাকা তুলতে বাধা দিচ্ছে।
এদিকে, বিএনপি নেতা কাউসার তালুকদার দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, কিছু ছাত্র ঘাটে সমস্যা তৈরি করছিল, যা তিনি সমাধানের চেষ্টা করেছেন।
তবে, স্থানীয় সূত্রে জানা যায়, পার্কিং এলাকা থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তোলা হচ্ছে, যা আনুষ্ঠানিকভাবে বিএনপি নেতাদের কাছেই যাচ্ছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব কামরুজ্জামান রতন এ বিষয়ে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।