ইউটিউব চ্যানেল খুলে মাত্র ২ ঘণ্টায় মেসিকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রোনালদো

ইউটিউব ক্রিয়েটার অ্যাওয়ার্ড হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি : ইউআর ক্রিস্টিয়ানো ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে

সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় ক্রিস্টিয়ানো রোনালদো এবার যোগ দিয়েছেন ইউটিউবে। ফেসবুক, এক্স (সাবেক টুইটার), ও ইনস্টাগ্রামে অনেক আগেই তিনি শীর্ষস্থানে রয়েছেন। এবার অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নিজের চ্যানেল খুলে আবারও নতুন এক মাইলফলক অর্জন করেছেন এই পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। রোনালদো তাঁর ইউটিউব চ্যানেলের নাম দিয়েছেন ‘ইউআর ক্রিস্টিয়ানো’।

গতকাল ইউটিউবে চ্যানেলটি চালু করার পরপরই তা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। মাত্র এক দিনেই চ্যানেলটির অনুসারীর সংখ্যা ১ কোটি ২৫ লাখ ছাড়িয়ে গেছে। চ্যানেলটি চালু করার প্রথম ঘণ্টাতেই অনুসারীর সংখ্যা ১০ লাখ (১ মিলিয়ন) স্পর্শ করে, যা নতুন বিশ্ব রেকর্ড হিসেবে দাবি করেছে আল-জাজিরা। এত অল্প সময়ে কোনো ইউটিউব চ্যানেলের অনুসারী ১ মিলিয়ন ছাড়ানোর ঘটনা এর আগে ঘটেনি।

এর পাশাপাশি, দীর্ঘদিনের মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ইউটিউব চ্যানেলকেও মাত্র ২ ঘণ্টার মধ্যেই অনুসারী সংখ্যায় ছাড়িয়ে যান রোনালদো। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা পর্যন্ত মেসির ১৮ বছর আগে চালু করা ‘লিও মেসি’ ইউটিউব চ্যানেলের অনুসারীর সংখ্যা ছিল ২১ লাখ ৬০ হাজার, যেখানে রোনালদোর চ্যানেল ‘ইউআর ক্রিস্টিয়ানো’ ২১ লাখ ৭০ হাজার অনুসারী পেয়ে যায় মাত্র ২ ঘণ্টার মধ্যেই, আর সেই সংখ্যাটা অর্জিত হয়েছে মাত্র ১৮টি ভিডিও আপলোড করেই। বিপরীতে মেসি এখন পর্যন্ত আপলোড করেছেন ২০৭টি ভিডিও।

রোনালদো তাঁর ইউটিউব চ্যানেল খোলার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি লিখেছেন, ‘অপেক্ষার পালা শেষ। অবশেষে আমার ইউটিউব চ্যানেল চলে এল!’ ভক্তদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে তিনি মজার ছলে লিখেছেন, ‘SIUUUbscribe (সাবস্ক্রাইব করুন) এবং আমার এই নতুন যাত্রায় যোগ দিন।’

বর্তমানে এক্সে রোনালদোর ১১ কোটি ২৫ লাখ, ফেসবুকে ১৭ কোটি, এবং ইনস্টাগ্রামে ৬৩ কোটি ৬০ লাখ অনুসারী রয়েছে।

এদিকে, সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ, যেখানে রাতেই মাঠে নামছেন রোনালদো। তাঁর দল আল নাসর ঘরের মাঠে আল রাইদের মুখোমুখি হবে। তবে ২০২৪-২৫ মৌসুমের শুরুটা রোনালদোর প্রত্যাশা অনুযায়ী হয়নি। সৌদি সুপার কাপের সেমিফাইনাল ও ফাইনালে গোল পেলেও তিনি তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। ফাইনালে আল হিলালের কাছে ৪-১ গোলে হারতে হয়েছে আল নাসরকে।
 

Related Articles