ভিডিও কনফারেন্সের নতুন সুযোগ আনছে এক্স, প্রতিদ্বন্দ্বী জুম-গুগল মিটের
- by Ibrahim Akon
- August 31, 2024
- 42 views
ইলন মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) এবার জুম, গুগল মিট, এবং মাইক্রোসফট টিমসের মতো ভিডিও কনফারেন্সের সুবিধা আনতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমটি ইতোমধ্যেই নিজেদের কর্মীদের ওপর এই নতুন ভিডিও কনফারেন্স টুলের কার্যকারিতা পরীক্ষা শুরু করেছে। নতুন এই ফিচার চালু হলে, এক্স ব্যবহারকারীরা অডিও-ভিডিও কলের পাশাপাশি একাধিক ব্যক্তির সঙ্গে সরাসরি ভিডিও কনফারেন্স করতে পারবেন।
যদিও এক্স আনুষ্ঠানিকভাবে এই টুলের বিষয়ে কিছু জানায়নি, প্রতিষ্ঠানটির একজন কর্মী ক্রিস পার্ক টুলটি ব্যবহার করার একটি ছবি প্রকাশ করেছেন। তার এক্স পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথমবারের মতো ভিডিও কনফারেন্স টুলটি ব্যবহার করে সহকর্মী এবং এক্স ডেভেলপারদের সঙ্গে সফলভাবে একটি অনলাইন সভা করা হয়েছে। গুগল হ্যাংআউটস, জুম, মাইক্রোসফট টিমস এবং অ্যামাজনের এডব্লিউএস চাইমের বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে এই টুলটিকে।
এই পোস্টে ইলন মাস্ক নিজেই ফায়ার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন, যা প্রযুক্তি বিশ্বে এই টুল নিয়ে জল্পনাকল্পনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, এক্স এই টুলটি বেশ ঘটা করে উন্মোচন করতে পারে।
ক্রিস পার্ক ছাড়াও অ্যাপ গবেষক পি৪এমইউআই একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় এক্স অ্যাপের প্রোফাইল আইকনে ট্যাপ করে কনফারেন্স অপশনে ক্লিক করলেই সরাসরি ভিডিও কনফারেন্স শুরু হয়ে যায়। আরেকজন অ্যাপ গবেষক নিমা ওউজি জানিয়েছেন, এই টুলটিতে কোড সিস্টেম থাকতে পারে, যা ব্যবহার করে অন্যরা কনফারেন্সে যুক্ত হতে পারবেন।