রেলপথ মন্ত্রণালয়ে ১৫ বছরের দুর্নীতি: সাবেক মন্ত্রীরা পলাতক, একজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

গত ১৫ বছরে রেলপথ মন্ত্রণালয়ে নানা দুর্নীতির অভিযোগ ওঠে। এই সময় পাঁচজন মন্ত্রী পালাক্রমে দায়িত্ব পালন করেন—সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, মো. মুজিবুল হক, মো. নূরুল ইসলাম সুজন ও মো. জিল্লুল হাকিম। তাদের সময় নানা প্রকল্প গ্রহণ করা হলেও, অনেক ক্ষেত্রে সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই না করেই বাস্তবায়ন শুরু হয়। প্রকল্পগুলোর ব্যয় দফায় দফায় বাড়ানো হয়, যা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল অপ্রয়োজনীয় এবং দুর্নীতির অংশ।

বিশ্বের অন্যান্য দেশে রেলপথ নির্মাণে প্রতি কিলোমিটারে ব্যয় হয় ১.৮ থেকে ২ কোটি মার্কিন ডলার, অথচ বাংলাদেশে তা ৭.৬ কোটি ডলার পর্যন্ত দেখানো হয়েছে। গত সরকারের সময়ে রেলের বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ লাখ কোটি টাকার খরচ দেখানো হলেও, এর বিশাল অংশ লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে। টেন্ডার, নিয়োগ, বদলি বাণিজ্য থেকে শুরু করে রেলের সম্পত্তি দখল পর্যন্ত সবকিছুতেই দুর্নীতির ছাপ পাওয়া যায়।

সাবেক রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, মুজিবুল হক এবং জিল্লুল হাকিমসহ অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত চলছে। সুজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন, আর অন্যান্য মন্ত্রী পলাতক। তাদের বিরুদ্ধে মামলাগুলো ধীরে ধীরে সামনে আসছে এবং দুর্নীতির তথ্য প্রকাশ পাচ্ছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৮/০৯/২০২৪ 

Related Articles