এআই ক্যালকুলেটর জানাবে হৃদরোগ ঝুঁকি, ২০২৫ ট্রায়াল
- by Maria Sultana
- November 6, 2024
- 46 views
ছবি: সংগৃহীত
হৃদরোগের ঝুঁকি এবং ভবিষ্যতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার সম্ভাবনা জানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। ল্যানসেট ডিজিটাল হেলথে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, এই প্রযুক্তি ইসিজি পরীক্ষার মাধ্যমে ভবিষ্যতের স্বাস্থ্য সমস্যা এবং মৃত্যুর ঝুঁকি পূর্বাভাস দিতে পারে।
এআই-ইসিজি রিস্ক ইস্টিমেটর (এআইআরই) নামের এই টুল ১.১৬ মিলিয়ন ইসিজি রিপোর্টের তথ্যভাণ্ডারে প্রশিক্ষিত হয়েছে, এবং এটি ৭৬ শতাংশ ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি এবং রক্ত চলাচল সমস্যার পূর্বাভাস দিতে সক্ষম। গবেষকরা দাবি করেছেন, এটি এমন ঝুঁকি শনাক্ত করতে পারে যা অনেক অভিজ্ঞ ডাক্তারও ধরতে পারেন না।
এটি বর্তমানে যুক্তরাজ্যের দুইটি হাসপাতালে ট্রায়ালে চলবে, এবং ২০২৫ সালের মাঝামাঝি থেকে এটি ব্যবহার শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হতে পারে বলে আশা করা হচ্ছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৬/১১/২০২৪