ট্রাম্পের জয়ে অবৈধ অভিবাসীদের কানাডায় প্রবেশের আশঙ্কা
- by Maria Sultana
- November 10, 2024
- 51 views
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচিত হওয়ার পর অনেক অবৈধ অভিবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন, এবং ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসে হাজার হাজার অবৈধ অভিবাসী কানাডায় প্রবেশ করতে পারেন। ট্রাম্প প্রশাসনের পক্ষে তাদের বের করে দেওয়ার আশঙ্কায় অভিবাসীরা কানাডার দিকে পালাতে পারে।
এ পরিস্থিতি বিবেচনা করে কানাডার পুলিশ আগেই প্রস্তুতি শুরু করেছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২০১৭ সালের মতো ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর অভিবাসীদের ঢল নামার আশঙ্কা ছিল, আর সে কারণে তারা আগেভাগে ব্যবস্থা নিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, কিউবিক ও কানাডার দিকে অভিবাসনপ্রত্যাশী ও অবৈধ অভিবাসীরা রওনা হতে পারেন, যেহেতু ২০১৭ সালে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দ্রুতই কানাডায় বিপুল সংখ্যক অভিবাসী প্রবেশ করেছিলেন। ট্রাম্প তখন ১৭৯৮ সালের ‘এলিয়েন এনিমিজ’ আইন প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন, যা অবৈধ অভিবাসীদের দ্রুত বের করে দেওয়ার ক্ষমতা দেয়। সূত্র: যুগান্তর /স/হ/ন ১০/১১/২০২৪