ট্রাম্পকে অস্থিতিশীল ব্যক্তিত্ব আখ্যা দিলেন কমলা

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট হলে তার নেতৃত্বের ধরন জো বাইডেনের তুলনায় ভিন্ন হবে। বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ফক্স নিউজের ব্রেট বেয়ারের নেওয়া সাক্ষাৎকারে অভিবাসন ও লিঙ্গ রূপান্তর সংক্রান্ত বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা হয়। সাক্ষাৎকারের সময় বেয়ার বারবার কথা কাটাকাটি করলে, কমলা তাকে বেশ কয়েকবার বলেন, ‘আমাকে কথা শেষ করতে দিন।’

ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকি নিয়ে কড়া সমালোচনা করে কমলা বলেন, "ট্রাম্প এমন একজন, যিনি আমেরিকান জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন এবং অভ্যন্তরীণ শত্রুদের নিয়ে কথা বলেন।" ট্রাম্পকে তিনি অস্থির ব্যক্তিও আখ্যা দেন।

কমলার এই মন্তব্যের পর ট্রাম্পের প্রচার শিবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট দাবি করেন, কমলা ক্ষেপে গিয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন এবং জনগণের সমস্যাগুলোর দায় এড়িয়েছেন।

ফক্স নিউজের সঙ্গে এটি ছিল কমলার প্রথম সাক্ষাৎকার এবং নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে এটি ছিল তার জন্য গুরুত্বপূর্ণ।

সাক্ষাৎকারে ট্রাম্পের সামরিক শক্তি ব্যবহারের হুমকি ও নির্বাচনি প্রচারণা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কমলা। এ সময় তিনি এসব বিষয় ট্রাম্পের ওপর চাপিয়ে দেন। তবে বেয়ারের অবৈধ অভিবাসন নিয়ে প্রশ্নে আলোচনার উত্তাপ বাড়ে।

জবাবে কমলা জানান, বাইডেন প্রশাসন সীমান্ত নিরাপত্তায় একটি বিল উত্থাপন করেছিল, যা রিপাবলিকানরা বাধা দেয়।

সাক্ষাৎকারের শেষ দিকে বেয়ার বাইডেনের মানসিক তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন তুললে কমলা হ্যারিস বলেন, "জো বাইডেন এই নির্বাচনে নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছেন।" সূত্র: যুগান্তর /স/হ/ন ১৭/১০/২০২৪

Related Articles