বঙ্গোপসাগরে লঘুচাপ, কাল বিভিন্ন স্থানে হতে পারে বৃষ্টি

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগরের যে এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে, সেটি বাংলাদেশ উপকূল থেকে অনেক দূরে। এটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপে পরিণত হবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তেমন কিছু হলেও তা ভারতের দিকে যেতে পারে।   

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

আগামীকাল মঙ্গলবার অবশ্য দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সূত্র: প্রথম আলো/ স/হ/ন 14/10/2024 

Related Articles