২ লাখ ডলার বিনিয়োগের শর্তে ১০০ অভিবাসী নেবে অন্টারিও

স্থানীয় কোম্পানিতে ২ লাখ ডলার বিনিয়োগের শর্তে আগামী দুই বছরে ১০০ অভিবাসীকে গ্রহণ করবে অন্টারিও। বিদেশি উদ্যোক্তাদের জন্য চালু কর্মসূচির আওতায় অভিবাসনের জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।

শ্রমমন্ত্রী মন্টে ম্যাকনটন বলেন, গ্রেটার টরন্টো এরিয়ার বাইরে অন্টারিও কমিউনিটির প্রতি বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার দিকে মনোযোগ দিচ্ছে সরকার। প্রদেশের অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির আওতায় এসব উদ্যোক্তা নির্বাচিত হবেন। তবে তাদেরকে এখানে নতুন ব্যবসা শুরু করতে হবে অথবা বিদ্যমান কোনো ব্যবসায় বিনিয়োগ করতে হবে। নতুন এ উদ্যোগে সরকারের খরচ হবে ৬০ লাখ ডলার। কিন্তু অভিবাসীদের আবেদন ফি থেকে তা তুলে নেওয়া যাবে। এই কর্মসূচির আওতায় অন্টারিওর ব্যবসায় ২ কোটি ডলার বিনিয়োগ হবে বলে আশা করছে সরকার।

সাবেক লিবারেল সরকার ২০১৫ সালে কর্মসূচিটি শুরু করে। এরপর থেকে মাত্র দুজন অভিবাসী বিনিয়োগকারীকে আকৃষ্ট করা সম্ভব হয়েছে। ম্যাকনটন বলেন, অন্টারিওর প্রবৃদ্ধিতে অভিবাসন অন্যতম অর্থনৈতিক চালিকা। গ্রেটার টরন্টো এরিয়ার বাইরেও নতুন ব্যবসা তৈরির সুযোগ রয়েছে। সুযোগ রয়েছে সমগ্র প্রদেশের নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানোরও। কোভিড-১৯ মহামারি থেকে অর্থনীতিকে পুনরুদ্ধারে সহায়তা করবে এ কর্মসূচি।

অন্টারিও ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামের আওতায় অভিবাসী গ্রহণ দ্বিগুন করতে ফেডারেল সরকারের কাছে গত মাসে দাবি জানায় অন্টারিও। দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতেই এ সংখ্যা ৯ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার করার দাবি জানায় তারা।

ম্যাকনটন বলেন, প্রদেশে লক্ষ্যণীয় মাত্রায় শ্রমিক সংকট রয়েছে। কোভিড-১৯ মহামারির প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সূত্রঃ বেঙ্গলি টাইমস। সম্পাদনা ম\হ। না ১২২৬\০৮

Related Articles