সালমান এফ রহমান ও আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও পল্লীমা স্কুলের সামনে আহত পরিবহণ শ্রমিক সোহেলের হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আদালত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে অপহরণ ও গুমের ঘটনায় অভিযুক্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) তাদেরকে কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের গ্রেফতারের আবেদন জানালে বিচারক সাইফুর রহমান তা মঞ্জুর করেন।

সালমান এফ রহমান ১৩ আগস্ট নৌপথে ভারতে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন। তাকে নিউমার্কেট এলাকায় শাহজাহান আলী হত্যার অভিযোগে ১৪ আগস্ট ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। 

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৩ সেপ্টেম্বর রাতে গ্রেফতার হন এবং মোহাম্মদপুরে আবু সায়েদ হত্যার ঘটনায় তার রিমান্ড ৪ সেপ্টেম্বর মঞ্জুর হয়। 

মেজর জেনারেল জিয়াউল আহসানকে ১৬ আগস্ট খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়, তার আট দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৬/১০/২০২৪

Related Articles