ঢাকায় রাস্তায় দোকান বসানো নিষিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টা
- by Maria Sultana
- November 6, 2024
- 48 views
ছবি: সংগৃহীত
ঢাকা শহরের রাস্তায় কোনো দোকান বসতে পারবে না বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। আজ বুধবার ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ এক সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
ফুটপাত প্রসঙ্গে তিনি জানান, রাস্তা ও ফুটপাতের মধ্যে পার্থক্য আছে, তাই শুধুমাত্র রাস্তায় দোকান বসানো নিষিদ্ধ করা হয়েছে।
চাঁদাবাজি নিয়ন্ত্রণের বিষয়ে উপদেষ্টা স্বীকার করেন যে, চাঁদাবাজির প্রবণতা কিছুটা বেড়েছে। তবে, কোনো প্রভাবশালীই এ ধরনের কাজে জড়িত থাকলেও তাদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, মোহাম্মদপুরের মতো অন্যান্য এলাকাতেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একই মডেলে কাজ করা হবে। রাস্তায় অবৈধ দোকানপাট সরানোর নির্দেশ দেয়া হয়েছে, এবং প্রধান সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হবে। রিকশার চার্জিং পয়েন্ট বন্ধে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হবে, যাতে সড়কের শৃঙ্খলা বজায় রাখা যায়। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৬/১১/২০২৪