পর্তুগালে শুরু হলো বিশ্বের বৃহত্তম তথ্যপ্রযুক্তি সম্মেলন
- by Maria Sultana
- November 13, 2024
- 54 views
ছবি: সংগৃহীত
পর্তুগালের রাজধানী লিসবনে ১১ নভেম্বর শুরু হলো বিশ্বের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি সম্মেলন, ওয়েব সামিট ২০২৪। লিসবনের আল্টিস এরিনায় আয়োজিত এ সম্মেলনে ২০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। প্রযুক্তি খাতে প্রতিবারের মতো এবারও এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, যেখানে স্টার্টআপ, বিনিয়োগকারী, বক্তা, ও মিডিয়ার সংখ্যা পূর্বের রেকর্ড ছাড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো, ওয়েব সামিটের সিইও প্যাডি কসগ্ৰ্যাব, এবং লিসবন সিটি মেয়র কারলোস মোয়দা উপস্থিত ছিলেন। পর্তুগিজ প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তিতে নতুন পরিকল্পনা ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।
এবারের সম্মেলনে এআই, ফিনটেক, ব্লকচেইন, ডিজিটাল হেলথ, এবং পরিবেশ রক্ষায় প্রযুক্তির ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সম্মেলনে প্রায় ৩ হাজার স্টার্টআপ, ১ হাজার বিনিয়োগকারী, ১ হাজার বক্তা, এবং ৭০ হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত আছেন। বাংলাদেশ থেকে কিছু মিডিয়াকর্মী অংশ নিয়েছেন, তবে কোনো প্রতিষ্ঠান অংশগ্রহণ করেনি। সম্মেলনটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৩/১১/২০২৪