বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কালীগঞ্জে নাগরী ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপন

কালীগঞ্জ প্রতিনিধিঃ মো রুবেল শিকদার


বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি ইউনিট বৃক্ষ রোপন কর্মসূচি পালন করছেন। 

ঠিক তারই ধারাবাহিকতায় গাজীপুরের  কালীগঞ্জে বৃক্ষ রোপন করেছেন নাগরী ইউনিয়ন ছাত্রলীগ। আজ সোমবার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য  মেহের আফরোজ চুমকির  নির্দেশনায় এবং কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পরামর্শ ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের  বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ লাগান। 

নাগরী ইউনিয়ন ছাত্রলীগ ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুবেল শিকদার বলেন বর্তমানে বিশ্ব পরিবেশ ঠিক রাখতে প্রচুর পরিমাণে বৃক্ষ রোপন প্রয়োজন সেই কারণেই আমরা বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা সম্পাদক মেহের আফরোজ চুমকি আপার  নির্দেশনা অনুযায়ী বৃক্ষ রোপন করেছি ভবিষ্যতেও করবো।

এ সময় উপস্থিত ছিলেন নাগরী ইউনিয়ন ছাত্রলীগ ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুবেল শিকদার, সাধারণ সম্পাদক রিমন মিয়া, ৯নং ওয়ার্ডের সভাপতি ফারুক রাজ, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ সহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।

Related Articles