হোয়াটসঅ্যাপে 'Search On Web' ফিচার, ছবি যাচাই সহজ
- by Maria Sultana
- November 9, 2024
- 43 views
ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা এখন দ্রুত বিশ্ব জুড়ে পৌঁছাতে পারলেও, এতে অনেক ভুয়া ছবি বা তথ্যও ছড়িয়ে পড়ে। এই সমস্যা সমাধানে নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ, যা দিয়ে সহজে যাচাই করা যাবে পাঠানো ছবি আসল না নকল। পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচারের নাম ‘Search On Web’।
এই ফিচারটি ব্যবহার করতে, চ্যাটের মধ্যে ছবিটি ওপেন করে ডানদিকে থাকা থ্রি ডট মেনুতে গিয়ে ‘Search On Web’ অপশনে ক্লিক করতে হবে। এতে গুগলে সার্চ হয়ে যাবে, তবে ছবিটি সেভ হবে না।
এখন পর্যন্ত শুধুমাত্র বেটা টেস্টাররা এই সুবিধা পাচ্ছেন, তবে শীঘ্রই এটি সকলের জন্য উন্মুক্ত হবে।
এছাড়া, হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার চালু করেছে, যার নাম ‘লিস্টস’। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের চ্যাটগুলো আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সাজাতে পারবেন, যেমন ‘পরিবার’, ‘অফিস’ বা ‘প্রতিবেশী’। সূত্র: যুগান্তর /স/হ/ন ০৯/১১/২০২৪