বৈষম্যবিরোধী আন্দোলনের পর মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন এক মাসের মধ্যে চালু হবে
- by Maria Sultana
- September 11, 2024
- 80 views
ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন আগামী এক মাসের মধ্যে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, চলতি সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে কাজীপাড়া স্টেশনটি চালু করার প্রস্তুতি চলছে। এছাড়া, মিরপুর-১০ স্টেশনও দ্রুত সময়ে চালু করার চেষ্টা চলছে।
ডিএমটিসিএলের এক কর্মকর্তা জানান, মতিঝিল, সচিবালয়, মিরপুর-১০ ও উত্তরা উত্তর স্টেশনগুলোতে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি, প্রতিদিন ৩০-৪০ হাজার যাত্রী এখানে যাতায়াত করেন। তাই মিরপুর-১০ স্টেশনকে দ্রুত চালু করার চেষ্টা চলছে।
কাজীপাড়া স্টেশন কিছুটা কম ক্ষতিগ্রস্ত হলেও মিরপুর-১০ স্টেশন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী কোম্পানি কাজীপাড়া স্টেশনের ক্ষতিগ্রস্ত উপকরণগুলি অন্য স্টেশন থেকে ধার করে চালু করার পরিকল্পনা করছে। এছাড়া, মিরপুর-১০ স্টেশন দ্রুত চালু করার জন্য পরামর্শক প্রতিষ্ঠানকে জোর দেওয়া হচ্ছে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আব্দুর রউফ বলেন, 'আমরা দ্রুত স্টেশনগুলো চালু করার চেষ্টা করছি। আমি এখনও টিমের সঙ্গে বসিনি, তবে তারা কাজ করছে এবং আশা করছি দ্রুতই এটি সম্ভব হবে।'
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষের কারণে কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হয় এবং গত ১৮ জুলাই থেকে মেট্রোরেল বন্ধ রয়েছে। ২৫ আগস্ট থেকে মেট্রোরেল চালু হলেও এই দুই স্টেশন এখনও বন্ধ রয়েছে। সূত্র: দৈনিক সংগ্রাম স/হ/ন ১১/০৯/২০২৪