লেবাননে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিক নিহত: ডব্লিউএইচওর শোক
- by Maria Sultana
- November 16, 2024
- 62 views
ছবি: সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ১২ প্যারামেডিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। শনিবার, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় শোক প্রকাশ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তিনি জানান, লেবাননের আলবেক জেলার দোউরেস গ্রামের বেসামরিক প্রতিরক্ষাকেন্দ্রে চালানো বিমান হামলায় এ প্রাণহানি ঘটে। হামলায় কেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেদরোস এক বার্তায় লেখেন, “সংঘাতের সময়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর হামলা এখন যেন ‘নতুন স্বাভাবিক’ হয়ে উঠেছে। এটি বন্ধ করতে হবে, সব জায়গায়।”
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান ও বিমান হামলা আরও জোরদার করেছে। সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪