দক্ষিণ আফ্রিকার স্বর্ণখনি থেকে ৩৬ মরদেহ উদ্ধার, জীবিত ৮২

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত স্বর্ণখনি থেকে ৩৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৮২ জন শ্রমিক। মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুলিশের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে পুলিশ খনিটি ঘিরে খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেয়। এর উদ্দেশ্য ছিল অবৈধভাবে খনিতে কাজ করা শ্রমিকদের বেরিয়ে আসতে বাধ্য করা এবং তাদের গ্রেফতার করা।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ খনন ও অভিবাসনের অভিযোগে মামলা দায়ের করা হবে।

খনিশ্রমিকদের অধিকার রক্ষাকারী সংগঠনগুলো জানিয়েছে, এখনও খনির গভীরে কয়েকশ শ্রমিক আটকা পড়ে আছেন। তাদের মধ্যে অনেকেই খাদ্য ও পানির অভাবে সংকটময় অবস্থায় রয়েছেন। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, খনির ভেতরে মরদেহ পড়ে আছে এবং জীবিতরা কোনওভাবে টিকে থাকার চেষ্টা করছেন।

দুই কিলোমিটার গভীরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে লোহার খাঁচার সাহায্যে অভিযান চলছে এবং এটি আরও কয়েকদিন চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের মতে, অবৈধ খনন বন্ধে স্টিলফন্টেইনের খনিতে অভিযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। খনি বিষয়ক মন্ত্রী গোয়েডে মানটাশে জানিয়েছেন, গত এক বছরে অবৈধ খনন থেকে প্রাপ্ত মূল্যবান ধাতুর আর্থিক মূল্য প্রায় ৩১৭ কোটি মার্কিন ডলার। সূত্র: যুগান্তর /স/হ/ন ১৫/০১/২০২৫

Related Articles