সিয়াটলে গুলির ঘটনায় ৫ জন নিহত, ১৫ বছরের কিশোর আটক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল শহরের নিকটবর্তী একটি বাড়িতে গুলির ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন। পুলিশ এ ঘটনায় ১৫ বছরের এক কিশোরকে আটক করেছে।

সোমবার (২১ অক্টোবর) কিং কাউন্টির শেরিফ দপ্তর এক বিবৃতিতে নিহতদের সংখ্যা নিশ্চিত করে। নিহতদের মধ্যে তিনটি শিশু এবং দুজন পূর্ণবয়স্ক ব্যক্তি রয়েছে, এছাড়া ওই বাড়ির এক কিশোরী আহত হয়েছে।

শেরিফের মুখপাত্র মাইক মেলিস জানান, সন্দেহভাজন কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কোনো বাধা ছাড়াই।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হতাহতরা একই পরিবারের সদস্য কিনা, সে সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সহিংসতার পেছনে কারণ অনুসন্ধানের চেষ্টা করছে শেরিফ দপ্তর।

শেরিফ দপ্তর জানায়, সোমবার ভোরে ফল সিটির ওই বাড়ি থেকে বন্দুকের গুলির আওয়াজ শুনে অনেকেই ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দেখা যায়, সিয়াটল শহরের ১৬ কিলোমিটার পূর্বে এ ঘটনা ঘটেছে।

এক প্রতিবেশী জরুরি বিভাগের কর্মীদের আসার আগেই গুলিবিদ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন, কারণ তার কিছু মেডিকেল প্রশিক্ষণ রয়েছে।

আটককৃত কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার অথবা বুধবার আদালতে হাজির করা হতে পারে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪

Related Articles