হিজবুল্লাহর গোপন বাঙ্কারে ৫০ কোটি ডলারের স্বর্ণ ও নগদ উদ্ধার

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর একটি গোপন বাঙ্কারে ৫০ কোটি ডলারের সমপরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইসরাইল। বৈরুতের একটি হাসপাতালে অবস্থিত এই বাঙ্কারটির সন্ধান পাওয়ার খবর জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

সোমবার (২১ অক্টোবর) আইডিএফের পক্ষ থেকে জানানো হয় যে, এই বাঙ্কারটিতে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং স্বর্ণ রয়েছে, যা হিজবুল্লাহর বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করছে বলে অভিযোগ করা হচ্ছে।

ইসরাইলের বিমানবাহিনী হিজবুল্লাহর আর্থিক সহায়তাকারীদের খোঁজে হামলা চালিয়ে যাচ্ছে। গত রোববার, আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগরি জানিয়েছিলেন যে, হামলায় যাওয়ার আগে তিনি একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য প্রকাশ করবেন। তিনি বলেন, "আজ রাতে আমরা হামলা করিনি এমন একটি স্থানে লাখ লাখ ডলার সমমূল্যের স্বর্ণ ও নগদ অর্থ রয়েছে। এই গোপন বাঙ্কারটি বৈরুতের আল-সাহেল হাসপাতালের নিচে অবস্থিত।"

হাগরি আরও বলেন, "এখান থেকে হিজবুল্লাহকে অর্থায়ন করা হত, কিন্তু এখন পর্যন্ত সেখানে হামলা হয়নি। এই বাঙ্কারে আনুমানিক বিলিয়ন ডলারের মূল্যবান স্বর্ণ ও নগদ অর্থ রয়েছে, যা লেবাননের পুনর্গঠনে ব্যবহৃত হতে পারে।"

রোববার রাতে, ইসরাইল হিজবুল্লাহর ৩০টিরও বেশি আর্থিক স্থাপনায় বিমান হামলা চালায়, যেখানে হিজবুল্লাহর সংশ্লিষ্ট আর্থিক সংস্থা আল-কার্ড আল-হাসানের সাইটগুলোও অন্তর্ভুক্ত ছিল। হাগরি দাবি করেন যে, হামলার প্রধান লক্ষ্য ছিল একটি ভূগর্ভস্থ ভল্ট, যেখানে কোটি কোটি ডলার নগদ অর্থ ও স্বর্ণ ছিল। যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে, হামলায় সব অর্থ নষ্ট হয়েছে কিনা।

তিনি জানান, ভবিষ্যতে আরও বিমান হামলা হবে, বিশেষ করে বড় আর্থিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪

Related Articles