একদিনে ৬৪৭ অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছাল

ছবি: সংগৃহীত

ফরাসি উপকূল থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে এক শিশুর মৃত্যু ঘটার পরদিন, ১৮ অক্টোবর, ৬০০’রও বেশি অভিবাসী ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন। যুক্তরাজ্যের হোম অফিস জানায়, ওই দিন ১০টি নৌকায় ৬৪৭ জন অভিবাসী পৌঁছেছে, যা চলতি বছরে চ্যানেল পেরিয়ে আসা মোট অভিবাসীর সংখ্যা ২৮ হাজারের বেশি।

ফরাসি কর্তৃপক্ষ ১৭ অক্টোবর রাতে জানিয়েছে যে, ভিসঁ উপকূলে একটি শিশুর মৃত্যু ঘটেছে, আর পরদিনই ৬০০-এর অধিক অভিবাসী ব্রিটেনে পৌঁছান। চলতি বছরে ফ্রান্স থেকে নৌকায় ব্রিটেনে পাড়ি দিতে গিয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। শরণার্থী অধিকার নিয়ে কাজ করা এনজিওগুলো জানাচ্ছে, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া increasingly বিপজ্জনক হয়ে উঠছে। শরণার্থী কাউন্সিলের প্রধান নির্বাহী এনভার সলোমন মন্তব্য করেন, গত তিন বছরে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এ পরিস্থিতির পুনর্বিবেচনা প্রয়োজন।

মৃত্যুর সংখ্যা বাড়লেও অভিবাসীরা যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলতি বছরের ১৮ অক্টোবর পর্যন্ত ২৮ হাজার ২০৪ জন অভিবাসী যুক্তরাজ্যে এসেছে, যা গত বছরের একই সময়ে ৮ শতাংশ বেড়েছে, তবে ২০২২ সালের তুলনায় ২৫ শতাংশ কম। লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১৪ হাজার ৬৩০ জন অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ে প্রায় সমান এবং ২০২২ সালের তুলনায় ১০ হাজার কম। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪

Related Articles