মায়ের মুখে স্প্রে করে শিশুকে অপহরণ: র্যাব
- by Maria Sultana
- November 16, 2024
- 165 views

ছবি: সংগৃহীত
ঢাকার আজিমপুরে শুক্রবার সকালে ডাকাতির সময় অপহৃত আট মাস বয়সী শিশুটিকে মধ্যরাতে উদ্ধার করে র্যাব। অপহরণকারীরা শিশুটিকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার আগে মায়ের হাত-পা বেঁধে মুখে কাপড় গুজে দেয় এবং স্প্রে করে অজ্ঞান করার চেষ্টা করে। এরপর তারা নগদ টাকা, স্বর্ণালংকার এবং শিশুটিকে নিয়ে চলে যায়।
শিশুটির বাবা মোহাম্মদ আবু জাফর জানিয়েছেন, শিশুটি তার মায়ের কোলে ফিরে এসেছে, তিনি র্যাবকে ধন্যবাদ জানিয়েছেন। এই ঘটনা নিয়ে সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং সামাজিক মাধ্যমে শিশুটির ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে র্যাব। এর আগেও বাংলাদেশের বিভিন্ন স্থানে শিশু অপহরণ ও হত্যার ঘটনা আলোচনায় এসেছিল, যেমন সিলেটের কানাইঘাটে মুনতাহা আক্তারের হত্যাকাণ্ড। সূত্র: সমকাল /স/হ/ন ১৬/১১/২০২৪