অভিষেক এবার শাহরুখের প্রতিপক্ষ
- by Suma Akhter
- July 17, 2024
- 236 views
ছবি: সংগৃহীত
বলিউড বাদশা শাহরুখ খান, রোমান্টিক সিনেমার কিং হিসেবে সিনেমা জগতে একচ্ছত্র আধিপত্য তার। তার সঙ্গে একই ফ্রেমে অভিনয় করে গর্বিত হন শিল্পীরা। ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এর মতো জনপ্রিয় সিনেমায় শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বলিউডের আরেক অভিনেতা অভিষেক বচ্চন। সে নিয়ে তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন সময়।
এবার আবারো এই দুই তারকাকে একইসঙ্গে দেখা যাবে সিনেমায়। তবে অভিষেক এবার শাহরুখের প্রতিপক্ষ ভিলেন। ছবিতে ডন চরিত্রে দেখা যাবে শাহরুখকে আর বচ্চনপুত্র হবেন তার প্রতিপক্ষ। এই ছবিটিতে শাহরুখ কন্যা সুহানা খানকেও দেখা যাবে।
ইতোমধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে পরিচালক সুজয় ঘোষের নতুন ছবি ‘কিং’। আর এ ছবিতে একসঙ্গে হবে ডন শাহরুখ এবং তার ভিলেন অভিষেক।
সম্প্রতি শাহরুখ তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর সেই ভিডিওতেই নায়কের পাশের টেবিলে দেখা গেছে ‘কিং’ খানের চিত্রনাট্য!
সেখান থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটিজেনরা মনে করছেন, পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ। ভারতীয় গণমাধ্যমের দাবি, বলিউডে মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। সূত্র: ভোরের কাগজ/ স/হ/ন 17/07/24