আরও ৫২ লেবাননপ্রবাসী দেশে ফিরলেন

ছবি: সংগৃহীত

লেবানন থেকে ফিরেছেন আরও ৫২ প্রবাসী বাংলাদেশি। দেশটিতে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারীদের মধ্যে এটি ষষ্ঠ দল।

বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বৈরুতের রফিক হারিরি অন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে দুবাই হয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টা ১০ মিনিটে তারা ঢাকার হযরত শাহাজালাল অন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাদের বহনকারী উড়োজাহাজটি মাঝপথে দুবাইতে যাত্রাবিরতি করে। 

এ তথ্য নিশ্চিত করে শাহাজালাল বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন বলেন, এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৪ ফ্লাইটটি ১১টা ১০ মিনিটে অবতরণ করে। ফ্লাইটটিতে লেবানন থেকে ৫২ প্রবাসী বাংলাদেশি ফিরেছেন।   

দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। 

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে বাংলাদেশ দূতাবাস আগ্রহী নাগরিকদের দেশে ফেরার জন্য তালিকাভুক্ত হতে উৎসাহিত করে একটি বিজ্ঞপ্তি দেয়। এতে সাড়া দিয়ে এ পর্যন্ত ছয় দফায় ২৬৮ বাংলাদেশি দেশে ফিরলেন।
 

লেবাননে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রত্যাবাসন প্রচেষ্টা সমন্বয় করা হচ্ছে। লেবাননে আনুমানিক ৭০ হাজার থেকে ১ লাখ বাংলাদেশি রয়েছেন। তবে এর মধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।  সূত্র: সমকাল/ স/হ/ন 01/11/2024 

Related Articles