অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম নিষিদ্ধে প্রস্তাব পাস
- by Maria Sultana
- November 29, 2024
- 80 views
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট বৃহস্পতিবার একটি প্রস্তাব পাস করেছে, যার মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটির পক্ষে ৩৪টি এবং বিপক্ষে ১৯টি ভোট পড়ে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রস্তাবটি এখন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে, যেখানে প্রয়োজনীয় সংশোধনী শেষে এটি পাস হওয়ার সম্ভাবনা নিশ্চিত। কারণ বর্তমান সরকারের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রস্তাবটি আইনে পরিণত হলে আগামী বছরের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে এবং এক বছরের মধ্যে নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হবে। প্রস্তাবটির নাম দেওয়া হয়েছে ‘দ্য সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ’।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে এই আইন অত্যন্ত জরুরি। এ বিষয়ে অনেক বাবা-মা তার মতামতকে সমর্থন করেছেন।
নতুন এ আইনের অধীনে ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টিকটকের মতো প্ল্যাটফর্মগুলোকে ১৬ বছরের কম বয়সীদের প্রবেশ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। আইন না মানলে সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোকে সর্বোচ্চ ৩ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। সূত্র: সমকাল /স/হ/ন ২৯/১১/২০২৪