বচ্চন দম্পতির 'হ্যাপি মোমেন্ট' ভিডিও প্রকাশ, গুঞ্জন উস্কে দিল!
- by Maria Sultana
- October 14, 2024
- 43 views
ছবি: সংগৃহীত
বচ্চন পরিবারের টানাপোড়েন নিয়ে কয়েক মাস ধরেই সামাজিক মাধ্যমে চলছে গুঞ্জন। অভিষেক-ঐশ্বরিয়া জুটির বিচ্ছেদ বর্তমানে বলিউডের একটি আলোচনার কেন্দ্রবিন্দু। এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে ঐশ্বরিয়ার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে একাই উপস্থিত হওয়া, যেখানে তিনি কেবল মেয়ে আরাধ্যাকে নিয়ে গিয়েছিলেন এবং ক্যামেরার সামনে আলাদা পোজ দিয়েছেন।
এদিকে, এই দম্পতির 'হ্যাপি মোমেন্ট' এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যা সেই আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে ধারণ করা হয়েছে। জামনগরের অনুষ্ঠানে অভিষেক ও ঐশ্বরিয়া হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরায় ধরা পড়েছেন, আর তাদের মেয়ে আরাধ্যাও খুশিতে মাতোয়ারা।
ভিডিওতে দেখা যায়, জুনিয়র বচ্চন দম্পতি রঙ মিলানো পোশাকে সেজে সোফায় একসঙ্গে বসে অনন্ত ও রাধিকার প্রাকবিবাহের অনুষ্ঠান উপভোগ করছেন। আরাধ্যাও সেখানে তাদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছে, যা তাদের সম্পর্কের সুখী মুহূর্তকে তুলে ধরছে।