নারী সাফ ফাইনালে বাংলাদেশ-নেপাল, বিদায় ভারত
- by Maria Sultana
- October 28, 2024
- 55 views
ছবি: সংগৃহীত
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। রাতের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল শক্তিশালী দুই দল—নেপাল ও ভারত। এই জমজমাট লড়াই টাইব্রেকারে গড়ায়, যেখানে নেপাল ৪-২ গোলে ভারতকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায়। ফলে বুধবার ফাইনালে শিরোপার জন্য মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।
দ্বিতীয় সেমিফাইনালটি ছিল নাটকীয়তায় ভরপুর। খেলার ৭১ মিনিটে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা বাসফোর, যিনি বক্সের বাইরে থেকে দূরপাল্লার চমৎকার শটে নেপালের জালে বল পাঠান।
ভারতের গোল উদযাপনের মুহূর্তেই নেপাল বল নিয়ে সেন্টারে ফিরে আসে, রেফারি খেলাও দ্রুত শুরু করেন। কিন্তু ভারতীয় দল তখনো পূর্ণ প্রস্তুত ছিল না। সেই সুযোগে নেপালের তারকা সাবিত্রা ভান্ডারি দূরপাল্লার শটে গোল করে সমতা ফেরান এবং স্টেডিয়ামজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
তবে গোলটি ঘিরে ভারতের খেলোয়াড় ও ডাগআউট থেকে তীব্র প্রতিবাদ শুরু হয়। রেফারি খেলা সাময়িকভাবে বন্ধ করেন, আর এই বিরতি প্রায় ৬৫ মিনিট ধরে চলে। অবশেষে ১৩৯তম মিনিটে নেপালের বিতর্কিত গোলটি বাতিল করা হয় এবং খেলা পুনরায় শুরু হয়।
মিনিট খানেক পরেই আবারও সাবিত্রা ভান্ডারি মাঠ কাঁপিয়ে গোল করেন, যা নেপালকে ১-১ সমতায় ফেরায়। এরপর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, যেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত হেরে বিদায় নেয়।
এই জয় নেপালকে ফাইনালে পৌঁছে দেয়, আর কাঠমান্ডুর রঙ্গশালায় দর্শকরা মেতে ওঠে এক উৎসবমুখর পরিবেশে। এখন ফাইনালে বাংলাদেশ ও নেপালের মুখোমুখি লড়াই ঘিরে জমে উঠেছে শিরোপার প্রতীক্ষা। সূত্র: যুগান্তর /স/হ/ন ২৮/১০/২০২৪