সিরিয়ার মানবিজে বোমা হামলায় নিহত ১৫
- by Maria Sultana
- February 3, 2025
- 76 views

ছবি: সংগৃহীত
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আলেপ্পো প্রদেশের মানবিজ শহরে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, এটি গত তিন দিনের মধ্যে শহরটিতে দ্বিতীয় হামলার ঘটনা।
মানবিজ, যা তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে সোমবারের এই হামলার দায় এখনও কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে দেশটির বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, গাড়িবোমা বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৪ জন নারী এবং একজন পুরুষ ছিলেন, পাশাপাশি আহত হয়েছেন আরও ১৫ জন নারী।
একজন বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, হতাহতরা সবাই কৃষি শ্রমিক, এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিরিয়ার গৃহযুদ্ধের সময় মানবিজ শহরের নিয়ন্ত্রণ বহুবার হাত বদল হয়েছে। ২০১৬ সালে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে শহরটি দখলে নেয় মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)। তবে গত ডিসেম্বরে তুরস্ক-সমর্থিত গোষ্ঠীগুলো এসডিএফ-এর কাছ থেকে পুনরায় শহরটির নিয়ন্ত্রণ নেয়।
গত শনিবারও মানবিজে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে চার বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল।
গত ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তুরস্ক-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে স্থানীয় মিলিশিয়া বাহিনীগুলোর সংঘাত বেড়েছে। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান কুর্দিপন্থী যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন, অন্যথায় তাদের নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন।
আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে তুর্কি বাহিনী ও তাদের মিত্ররা সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আঙ্কারা স্পষ্টভাবে জানিয়েছে, কুর্দিপন্থী ওয়াইপিজি মিলিশিয়া গোষ্ঠীর জন্য সিরিয়ার ভবিষ্যতে কোনো স্থান নেই। রাজনৈতিক পরিবর্তনের ফলে কুর্দিপন্থী বিভিন্ন উপদল কিছুটা কোণঠাসা অবস্থায় রয়েছে। সূত্র:যুগান্তর /স/হ/ন ০৩/০২/২০২৫