সাবেক স্ত্রীর অভিযোগ: ফের মাদকগ্রহণ করছেন গায়ক নোবেল
- by Maria Sultana
- October 22, 2024
- 76 views
ছবি: সংগৃহীত
সম্প্রতি ক্ষমা চেয়ে মাইনুল আহসান নোবেল, সারেগামাপা-খ্যাত সংগীতশিল্পী, অতীত কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন যে তিনি মাদকের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার এ ঘোষণার পর সংগীতপ্রেমীরা আশা প্রকাশ করেছেন যে, নোবেল নতুনভাবে সংগীতে ফিরে আসলে তাকে ‘পূর্ণাঙ্গ গায়ক’ হিসেবে গ্রহণ করবে।
তবে, তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ ভিন্ন দাবি তুলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, নোবেল ফের মাদক গ্রহণ শুরু করেছেন এবং তার সঙ্গী হিসেবে রয়েছেন ৫-৭ জন বান্ধবী। সালসাবিল তার ফেসবুক পেজে উল্লেখ করেন, "ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।" তিনি দাবি করেন, সত্যটা প্রকাশ হতে খুব বেশি সময় লাগবে না এবং নোবেল মাদক গ্রহণের পাশাপাশি নতুন বন্ধুদের সঙ্গেও ঘনিষ্ঠ হয়ে উঠেছেন।
নোবেল এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, সালসাবিলের সঙ্গে তার দীর্ঘদিন ধরে কোনো যোগাযোগ নেই এবং তিনি তার মন্তব্যের প্রতি বিশেষ গুরুত্ব দিতে চান না। তিনি বলেন, “এ ধরনের মন্তব্য শোনার পর কিছু বলার থাকে না। আমার একজন এক্স ওয়াইফ, তাই এসব নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।”
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলের সঙ্গে নোবেলের বিবাহ হয়, কিন্তু পরবর্তীতে নানা বিতর্কের কারণে তাদের মধ্যে তিক্ততা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তারা বিবাহবিচ্ছেদে পৌঁছান। সূত্র: যুগান্তর /স/হ/ন ২২/১০/২০২৪