জেনে নিন আজকের রাশিফল কেমন কাটবে দিন
- by মজিবুল সুজন
- June 23, 2021
- 604 views
পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি- মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন-এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
মেষ:
শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি। কল্যাণমূলক কাজের ভাবনায় উত্সাহী হবেন। আর্থিক অবস্থা ভালো যাবে। তবে পুরনো পাওনা আদায় বিলম্ব হবে। আপনার যেকোনো পরিকল্পনা পুনর্বিবেচনা প্রয়োজন।
বৃষ:
পেশাগত কাজে সাফল্য। ব্যবসাক্ষেত্রে সমস্যা মিটবে। কাজকর্মে পরিশ্রম বাড়বে। প্রিয়জনের অসুস্থতায় চিন্তিত থাকবেন। দুর্ঘটনা থেকে সতর্ক থাকবেন। অন্যের দায়িত্ব নেবেন না। সুস্থ থাকুন।
মিথনু:
কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। সব ধরনের অংশীদারি কাজকর্ম এখন সহজ হবে। ব্যবসায়ীদের আশানুরূপ লাভ না হলেও কোনো সমস্যার সমাধান হবে। ইতিবাচক মনোভাবে সুফল পাবেন।
কর্কট:
নতুন কাজের অগ্রগতি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। বিরোধে জড়িয়ে পড়তে পারেন। অসতর্কতায় বিপদের আশঙ্কা। আর্থিক চাপ থাকবে। সুসময়ের অপেক্ষা করুন।
সিংহ:
কর্মপ্রার্থীদের আকস্মিক কিছু পরিবর্তন ঘটবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করতে পারেন। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।
কন্যা:
কোনো স্থাবর সম্পত্তির আলোচনায় অগ্রগতি। ভবিষ্যত্ ভাবনা বৃদ্ধি পাবে। পূর্বের কোনো কাজের সুফল এখন পাবেন। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ। কৌশলী হলে লক্ষ্যে পৌঁছতে পারবেন।
তুলা:
কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। পুরনো সমস্যার জট খুলবে। সঠিক পরিশ্রমের ভালো ফল লাভ। আর্থিক চাপ কমবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। প্রচেষ্টা অব্যাহত রাখুন।
বৃশ্চিক:
নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি। আর্থিক অবস্থার উন্নতি। স্ববিরোধী কাজ থেকে দূরে থাকুন। প্রিয় মানুষের সঙ্গে আলোচনায় প্রশান্তি অনুভব করবেন। মন ভালো রাখুন।
ধনু:
দিনের শুরুতে ভালো খবর পাবেন। মানসিক শক্তি বাড়বে। ব্যবসায় পুরনো জট খুলবে। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে।
মকর:
কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। অনিচ্ছা সত্ত্বেও কোনো অনুরোধ রক্ষা করতে হতে পারে। বিরূপ পারিপার্শ্বিকতায় বিষণ্ন থাকতে পারেন। ধর্মীয় কাজে শান্তি পাবেন।
কুম্ভ:
কর্মক্ষেত্রে জটিলতা দূর হবে। আশা পূরণের সুযোগ আসবে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। পাওনা অর্থ আদায়ে অগ্রগতি। অর্থাগমের নতুন পথ পেতে পারেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।
মীন:
সামাজিক কর্মকাণ্ডে অনুকূল অবস্থা থাকবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহায়তা পাবেন। ব্যবসা বা পেশায় আর্থিক উন্নতির যোগ। বিতর্ক থেকে নিজেকে সংযত রাখুন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।