কানাডায় প্রথমবার এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত
- by Maria Sultana
- November 14, 2024
- 69 views
ছবি: সংগৃহীত
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে প্রথমবারের মতো এইচ৫ বার্ড ফ্লু সংক্রমণ শনাক্ত হয়েছে। কিশোর বয়সী এক রোগীকে শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রদেশে এ পর্যন্ত আর কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এই ভাইরাসটি পাখি বা পশুর মাধ্যমে ছড়িয়েছে।
এ বিষয়ে তদন্ত চলছে এবং কানাডা, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে খুব অল্পসংখ্যক আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ব্রিটিশ কলাম্বিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসক বনি হেনরি বলেছেন, এটি একটি বিরল ঘটনা এবং এর উৎস খুঁজে বের করতে তদন্ত চালানো হচ্ছে। সূত্র: সমকাল /স/হ/ন ১৪/১১/২০২৪