জাফলংয়ে ঝুলন্ত লাশ উদ্ধার
- by Maria Sultana
- October 2, 2024
- 67 views
ছবি: সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে মুজিবুর রহমান নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে জাফলং বন বিটের রহমতপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুজিবুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়নের পাথরটিলা গ্রামের বাসিন্দা আশু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মুজিব বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। বুধবার সকালে স্থানীয় লোকজন একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলাম লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানিয়েছেন, এটি আত্মহত্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ০২/১০/২০২৪