অতি আত্মবিশ্বাসে ডুবল ভারত: বাসিত আলী

ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরু টেস্টে লজ্জাজনক হারার পর পুনেতেও ঘুরে দাঁড়াতে পারেনি রোহিত শর্মার দল। এখন ওয়াংখেড়ে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ সামনে, না হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও বিপাকে পড়তে হবে। অথচ কিছুদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে সহজেই পরাজিত করে আত্মবিশ্বাসে ভেসেছিল ভারত।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে, এই অতিরিক্ত আত্মবিশ্বাসই ভারতের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, "বাংলাদেশের বিপক্ষে ভারত দুই দিনে জিতেছে, আর শ্রীলংকায় নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে হেরেছে। এটাই হয়তো ভারতকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিল, যার মাশুল এখন গুনতে হচ্ছে। নিউজিল্যান্ড নিজেদের হোমওয়ার্ক ভালোভাবেই করেছে, তাদের হারানোর কিছু ছিল না।"

নিউজিল্যান্ডের জয় সম্পর্কে তিনি আরও বলেন, "অনেকে ভাবেনি নিউজিল্যান্ড ভারতকে হারাতে পারবে, এমনকি কিউইরাও না। তবে তারা দারুণভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল।"

বাসিত আলী ভারতীয় পেস আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "অস্ট্রেলিয়া সফরের দলে মোহাম্মদ শামির না থাকা আমাকে অবাক করেছে। বুমরাহর ওপর পুরো চাপ দেওয়া ঠিক নয়। আর্শদীপ সিং বাঁহাতি পেসার হিসেবে বৈচিত্র্য যোগ করতে পারতেন, কিন্তু শামি ছাড়া ভারতের পেস আক্রমণ অসম্পূর্ণ। ফাস্ট বোলিং গুরুত্বপূর্ণ হওয়ায় অস্ট্রেলিয়ায় ভারতের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।"  সূত্র: যুগান্তর /স/হ/ন ২৮/১০/২০২৪  

Related Articles