বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরালেন মাহফুজ আলম
- by Maria Sultana
- November 11, 2024
- 63 views
ছবি: সংগৃহীত
৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দেশটির দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। তবে তিন মাস পার হলেও শেখ মুজিবুর রহমানের ছবি বঙ্গভবন থেকে সরানো হয়নি, যা নিয়ে সমালোচনা হচ্ছিল। এবার, সদ্য নিয়োগ পাওয়া উপদেষ্টা মাহফুজ আলম সেই ছবি সরিয়ে ফেলেন।
তিনি তার সিদ্ধান্তের ব্যাখ্যায় সামাজিক মাধ্যমে জানান, এটি ছিল তাদের জন্য একটি লজ্জাজনক বিষয় যে ছবি সরানো সম্ভব হয়নি, তবে জুলাইয়ের চেতনাকে বজায় রাখার জন্য এটি করা হয়েছে। মাহফুজ আরও উল্লেখ করেন, ক্ষমা এবং ফ্যাসিস্টদের বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সংলাপ সম্ভব নয়। তিনি বলেন, শেখ মুজিব এবং তার কন্যা যা করেছেন, তা আওয়ামী লীগকে মেনে নিয়ে ক্ষমা চাইতে হবে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১১/১১/২০২৪