মেক্সিকোয় দুয়োর জবাবে মেসির গোল ও অদ্ভুত উদযাপন
- by Maria Sultana
- January 19, 2025
- 39 views
ছবি: সংগৃহীত
২০২৫ সালের প্রথম ম্যাচে মাঠে নেমে লিওনেল মেসি অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন। প্রতিপক্ষের মাঠে খেলার সময় গ্যালারি থেকে তাকে দুয়ো দেওয়া হয়। তবে নিজের স্টাইলে সেই সমালোচনার জবাব দেন তিনি, একটি গোল করে দলকে সমতায় ফেরান। মেসি এরপর গ্যালারির দিকে এগিয়ে গিয়ে এক অদ্ভুত উদযাপন করেন। আঙুলের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করেন, যা অনেকে মেক্সিকোর সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের ইঙ্গিত হিসেবে দেখছেন।
মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ইন্টার মায়ামির এই প্রাক-মৌসুম ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শ্যুটআউটে মায়ামি ৩-২ ব্যবধানে জয় পায়। তবে ম্যাচের শুরু থেকেই মেসি গ্যালারির দুয়োর শিকার হন।
মেসি প্রথমার্ধে দুর্দান্ত একটি দলীয় আক্রমণে গোল করেন। মাঝমাঠ থেকে বল পেয়ে জর্দি আলবা বাম প্রান্ত দিয়ে উঠে ক্রস দেন লুইস সুয়ারেজকে। সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে মেসি সহজ হেডে গোল করেন। গোলের পর গ্যালারি থেকে আরও বেশি দুয়ো শোনা যায়। সেখানেই মেসি উদযাপনের সময় পেছনে ফিরে নিজের নাম দেখান এবং আঙুলের ইশারায় তিন ও শূন্য দেখান। অনেকে মনে করছেন, তিনি মেক্সিকোকে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
মেসি এবং মেক্সিকোর সম্পর্ক যেন নতুন আলোচনার জন্ম দিল। ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে তার গোল আর্জেন্টিনাকে টুর্নামেন্টে বাঁচিয়ে রেখেছিল এবং মেক্সিকোর বিদায়ের পথ তৈরি করেছিল। মেক্সিকান দর্শকরা সেটি এখনও ভুলতে পারেনি।
ম্যাচটি নির্ধারিত সময়ে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়ায়। এর আগেই মেসিকে তুলে নেন ইন্টার মায়ামির নতুন কোচ হাভিয়ের মাসচেরানো। টাইব্রেকারে ইন্টার মায়ামি সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে। মেসির অদ্ভুত উদযাপন এবং ম্যাচের পারফরম্যান্স নিয়ে ফুটবলবিশ্বে নতুন আলোচনা শুরু হয়েছে। সূত্র:যুগান্তর /স/হ/ন ১৯/০১/২০২৫