সিলেটে মুনতাহা হত্যা: গৃহশিক্ষিকা ও তার পরিবার গ্রেফতার
- by Maria Sultana
- November 11, 2024
- 147 views

ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ সাত দিন পর তার বাড়ির পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার পর মুনতাহার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও নানি কুতুবজান বিবি গ্রেফতার হয়েছেন। হত্যার পর মরদেহ প্রথমে মাটিতে পুঁতে ফেলা হয়, পরে পুকুরে ফেলার সময় স্থানীয়রা গৃহশিক্ষিকার মা আলিফজান বিবিকে আটক করেন।
মুনতাহা নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করে সন্ধান চাওয়া হয়, তবে শেষ পর্যন্ত তার মৃত্যুর খবরটি সবাইকে হতবাক করে। শোবিজ অঙ্গনের তারকারাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিহত শিশুর জন্য শোক প্রকাশ করেন। অভিনেত্রী এলিনা শাম্মী ফেসবুকে লিখেছেন, ‘‘এই নৃশংস অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত।’’
এদিকে, মুনতাহার গৃহশিক্ষিকা মার্জিয়া হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, মার্জিয়া জানায়, সে মুনতাহারকে গলাটিপে হত্যা করার পর লাশ বাড়ির পেছনে ফেলে দেয়। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে। সূত্র: যুগান্তর /স/হ/ন ১১/১১/২০২৪